দাম্পত্য কলহে স্থবির হয়ে গেলো একটা ব্যস্ততম ভারতের মুম্বাইয়ে শহরের পুরো রাস্তা। হ্যাঁ পাঠক আপনি ঠিকই পড়ছেন। ৷ আর এমনই অশান্তির চোট যে, আশ-পাশের লোক অগ্রাহ্য করেই স্বামীর কালো এসইউভি গাড়ির ওপর চড়ে বসে স্বামীকে চটি পেটা ! তাও ভালো গাড়ির কাচের ওপর গিয়েই বার বার আঘাত খাচ্ছিল মহিলার চটি ! শনিবার (১১ জুলাই) বিকেল নাগাদ এই কাণ্ডেই প্রায় আধঘণ্টা মতো আটকে ছিল পেডার রোডের ট্রাফিক ৷ স্বামী-স্ত্রীর আজব তামাশা দেখতে জমে লোকজনের ভিড় ৷ তেমনি, পুলিশের একেবারে হিমশিম অবস্থা ! সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে শেয়ার হচ্ছে ৷
ভিডিওতে দেখা গিয়েছে, এক কালো গাড়ির পাশে এসে দাঁড়াল এক সাদা গাড়ি ৷ গাড়ি থেকে নেমেই এক মহিলা কালো গাড়ির দিকে গেলেন ৷ সঙ্গে মহিলার গলায় চিৎকার, গালিগালাজ ৷ গাড়ির সামনের দরজা ধরে প্রায় ঝুলতে শুরু করলেন৷ গাড়ির ড্রাইভিং সিটে মহিলার স্বামী৷ গাড়ির দরজা না খুলতে, মহিলা সোজা উঠে বসলেন গাড়ির বোনেটে ৷ তারপর চটি দিয়ে পেটাতে শুরু করলেন গাড়ির সামনের কাচ৷
এখানেই শেষ নয়, অনেক কষ্টে গাড়ি নিয়ে স্বামী পালাতে গেলে, মহিলা ছুটে যান ৷ স্বামীকে জামার কলার ধরে নামিয়ে নিয়ে আসেন গাড়ি থেকে ৷ এই সময়েই এন্ট্রি নেয় পুলিশ ৷ গোটা ঘটনায় অভিযোগ দায়ের করা না হলেও, মোটা টাকা জরিমানা হয়েছে দম্পতির ৷
দুবাই সি বিচ! দেখুন
বীর্যপাত বন্ধ রেখে বেশী সময় যৌন মিলন করার সেরা পদ্ধতি
