দীর্ঘদিন ধরেই নাকি এমন প্রথা চালু হয়ে আসছে পরিবারটির মধ্যে। ওই পরিবারের নিয়ম শারীরিক সম্পর্ক করতে হবে ভাসুরের সঙ্গে। উপায় না দেখে ওই পরিবারের এমন ঘটনার শিকার গৃহবধূ পুলিশের দ্বারস্থ হয়েছেন।
এমন ঘটনা ঘটেছে ভারতের কলকাতায়। বালিগঞ্জের বাসিন্দা ওই গৃহবধূ তার স্বামী সুরঞ্জন সেন ও ভাসুর নিরঞ্জন সেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
ওই গৃহবধূ অভিযোগ করে জানান, বিয়ের কয়েক দিন পর তাকে জানানো হয় ভাসুরের সঙ্গে তাকে শারীরিক সম্পর্ক করতে হবে। এটা নাকি ওই পরিবারের দীর্ঘ দিনের প্রথা।
তিনি আরো জানান, এতে রাজি না হলে তাকে মারধর করা হত।
পুলিশের কাছে ওই মহিলা অভিযোগ করে জানান, একাধিক বার ভাসুর নিরঞ্জন সেন তাকে ধর্ষণ করেছে। তাতে মদত জুগিয়েছে তার স্বামী।
গৃহবধূর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে ওই দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু গ্রেপ্তারের সময় উল্টো চড়াও হয় ওই দুই ভাই।
দুই ভাইয়ের পরিবারের দাবি, সম্প্রতি ওই বধূর ডির্ভোসের মামলা চলছিল। তাদের ফাঁসাতেই এমন মামলা করেছে ওই মহিলা। তবে সব কিছুর তদন্ত করে দেখছে পুলিশ।

হলুদের অসাধারন সব উপকারিতা
হলুদ শুধু রান্নার স্বাদ বাড়ানোর কাজে ব্যবহৃত হয় না। হলুদের অনেক গুণাগুণ। যুগ যুগ ধরে তাই আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে হলুদ ব্যবহৃত হয়ে আসছে। ইদানীং অনেক রোগে চিকিৎসকরা পথ্য হিসেবে হলুদ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আলসারেটিভ কোলাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, সোরিয়াসিস, পারকিনসনস, ডিমেনশিয়া, আলঝেইমার্স ডিজিজ এমনকি ক্যানসার নিরাময়ের ক্ষেত্রেও হলুদ খুবই কার্যকরী বলেই মত বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞদের মতে, দিনে ৪০০-৬০০ মিলিগ্রাম হলুদ খাওয়া যেতে পারে। ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে হলুদ বেশ উপকারী। এবার জেনে নেওয়া যাক হলুদের নানা উপকারী দিক-
ফাটা ঠোঁটের পরিচর্যা
ফাটা ঠোঁটের পরিচর্যাতেও হলুদ খুবই উপকারী। একটি পাত্রে ১ চামচ চিনি, ১ চামচ হলুদ আর ১ চামচ মধু মেশান। এবার মিশ্রণটি ঠোঁটে মেখে ৫ মিনিট রেখে তার পর ধুয়ে ফেলুন। এই পদ্ধতি নিয়মিত ব্যবহারে দ্রুত উপকার পাবেন।
দাঁত ঝকঝকে সাদা করতে হলুদ
হলদেটে দাঁত ঝকঝকে সাদা করতে হলুদ বেশ কার্যকরী একটি উপাদান। দাঁত ব্রাশ করার সময় পেস্টের সঙ্গে সামান্য হলুদ গুঁড়া দিয়ে নিন। এভাবে নিয়মিত দাঁত ব্রাশ করলে দাঁতের হলদেটে ভাব কেটে যাবে।
তৈলাক্ত ত্বকের যত্ন
তৈলাক্ত ত্বকের যত্ন নিতে হলুদের ব্যবহার করা যেতে পারে। একটি পাত্রে ২ চামচ চন্দনের গুঁড়া, ২ চামচ লেবুর রস আর সামান্য হলুদের গুঁড়া ভাল করে মেশান। এবার মিশ্রণটি মুখে মেখে অন্তত ১৫ থেকে ২০ মিনিট রেখে তার পর ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বকের তৈলাক্ত ভাব দ্রত কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
মলিন ত্বকের সমস্যা সমাধানে হলুদ
মলিন ত্বকের সমস্যায় ও চোখের নিচের কালচে ভাব দূর করতে হলুদ খুবই উপকারী। একটি পাত্রে ২ চামচ টক দই, ১ চামচ হলুদ গুঁড়া, ১ চামচ ময়দা, ১ চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি গোটা মুখে ভাল করে মেখে অন্তত ২০ মিনিট রেখে তার পর ধুয়ে ফেলুন। এই পদ্ধতিতে হলুদের ব্যহহার ত্বকের মলিনতা ও চোখের নিচের কালচে ভাব দূর করতে সাহায্য করবে।
ত্বকের কালচে দাগ দূর করতে হলুদ
মুখের বা ত্বকের কালচে দাগ দূর করতে হলুদ খুবই উপকারী। একটি পাত্রে এক কাপ দুধ নিয়ে তার মধ্যে ১ চামচ হলুদ গুঁড়া ও ১ চামচ লবণ মেশান। এবার মিশ্রণটি ত্বকের কালচে দাগের ওপর লাগিয়ে অন্তত ১৫ মিনিট রেখে দিন। তার পর মুখ ধুয়ে ফেলুন। উপকার পাবেন।
সুত্র, জিনিউজ