13.2 C
New York
Wednesday, December 7, 2022

শাহরুখ-অক্ষয়দের ছাপিয়ে ভারতের সবচেয়ে দামি অভিনেতা এখন প্রভাস

দক্ষিণী চলচ্চিত্র ছাড়িয়ে বলিউডেও খ্যাতি ছড়িয়েছে অভিনেতা প্রভাসের। বাহুবলি সিনেমার পর আর পেছনে ফিরে দেখতে হয়নি তাকে। ভারতের গণ্ডি পেরিয়ে পরিচিতি পেয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তেও। এবারে বলিউডের বাঘা বাঘা অভিনেতাকেও পেছনে ফেললেন প্রভাস। এখন তিনি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। খবর জি নিউজের।

বলিউডে শ্রদ্ধা কাপুরের সাথে প্রভাসের প্রথম সিনেমা ‘সাহো’ তে তার পারিশ্রমিক নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। এই ছবির জন্য ১০০ কোটি রুপি নেন প্রভাস। এর আগে বলিউডে ১০০ কোটির ঘরে পারিশ্রমিক পেয়েছেন কেবল দু’জন অভিনেতা। তারা হলেন, শাহরুখ খান ও অক্ষয় কুমার। তবে এবারে তাদেরকেও ছাপিয়ে গেলেন প্রভাস।

বর্তমানে একের পর এক ছবিতে সাইন করে চলেছেন এই অভিনেতা। রাধে শ্যাম, সালার, আদিপুরুষ, প্রজেক্ট কে ও স্পিরিটসহ এই তালিকা ক্রমশ বাড়ছে। এই প্রতিটি সিনেমার জন্য প্রভাস নেবেন ১৫০ কোটি রুপি করে। এই পরিমাণ পারিশ্রমিক এর আগে বলিউডের অন্য কোনো অভিনেতাই পাননি। তাই সেই হিসেবে বর্তমানে বলিউডের সবচেয়ে দামি অভিনেতা এখন প্রভাস।

মেয়েদের বয়স বারার সাথে সাথে যে চাহিদা বেশি হয়!

মেয়েদের বয়স বারার সাথে সাথে যে চাহিদা বেশি হয়!
স্ত্রীর স্তন চোষণ করা যাবে কি? স্বামীর জন্য হালাল না হারাম জানুন

মেয়েদের বয়স বারার সাথে সাথে যে চাহিদা বেশি হয়!

বীর্যপাত বন্ধ রেখে বেশী সময় যৌন মিলন করার সেরা পদ্ধতি

Facebook Comments Box

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles