ভারতের উত্তর প্রদেশের একটি বাড়ি থেকে শতকোটির বাতিল রুপি উদ্ধার করেছে পুলিশ। গণমাধ্যমে এ উদ্ধারের খবর আসার আগেই পুলিশ কর্মকর্তারা কানপুরের ওই বাড়িতে থাকা রুপির মধ্যে ৯৭ কোটির গণনা শেষ করেন বলে সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
দুবাই সি বিচ! দেখুন
পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক অশোক ক্ষেত্রির মানি এক্সচেঞ্জের ব্যবসা আছে। ঘরের ভেতরে সাজিয়ে রাখা অর্থের সবই ৫০০ ও ১০০০ রুপির নোট; ২০১৬ সালে এক আচমকা ঘোষণায় যেগুলো বাতিল করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার।