• May 28, 2023
রণবীরের বিয়ের খবরে সারারাত ঘুম হয়নি দীঘির

রণবীরের বিয়ের খবরে সারারাত ঘুম হয়নি দীঘির

অপেক্ষার অবসান ঘটল। হয়েই গেল বলিউড সেনসেশন রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে।

‘আরআরআর’, ‘কেজিএফ-২’ সিনেমার খবরাখবরের পাশাপাশি ভারতের সিনেপ্রেমীদের কাছে প্রধান আকর্ষণ রণবীর-আলিয়ার বিয়ে।

সেই জোয়ার সীমান্ত পেরিয়ে পৌঁছে গেছে বাংলাদেশেও। দেশের শোবিজ তারকারাও বলিউডের এ জুটি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের অভিনয়শিল্পীরা।

এদের মধ্যে ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ প্রার্থনা ফারদিন দীঘির প্রতিক্রিয়া ভিন্নরকম। তিনি জানালেন, আলিয়ার সঙ্গে রণবীরের বিয়ে হওয়ায় মন ভেঙে গেছে তার। আর রণবীরের বিয়ের ছবি দেখার পর সারারাত আর ঘুমাতে পারেননি। কারণ রণবীর তার ক্রাশ।

এমন মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন দীঘি।

গণমাধ্যমকে দীঘি জানান, দীর্ঘদিন ধরেই নিজের মোবাইল ফোনের ওয়ালপেপারে রণবীরের ছবি দিয়ে রেখেছেন। এমনকি ফোনে তার নামে একটি আলাদা ফোল্ডারও আছে। যেখানে সব রণবীরের ছবি।

আর এতো প্রিয় তারকার জন্য আলিয়া ভাটকে একদমই পছন্দ না দীঘির।

তার মতে, যদি ক্যাটরিনা কিংবা দীপিকার সঙ্গে বিয়ে হতো রণবীরের তাহলে তিনি কষ্ট করে হলেও মেনে নিতেন। কিন্তু আলিয়াকে একদমই পছন্দ না। তাই কষ্টে বুক ফেটে যাচ্ছে এ ঢালিউড অভিনেত্রীর।

কষ্টে সারারাত ঘুমাতে পারেননি দীঘি। ডায়েট ভুলে খেয়েছেন পেস্ট্রি। এভাবেই রণবীরের বিয়ের শোক সামলে নিয়েছেন ‘তুমি আছো তুমি নেই’ খ্যাত নায়িকা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুই পরিবারের উপস্থিতিতে কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই হলো রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান। আগামী ১৭ এপ্রিল বড় আয়োজনে গ্র্যান্ড রিসেপশন পার্টি দেবেন নবদম্পতি।

মেয়েদের বয়স বারার সাথে সাথে যে চাহিদা বেশি হয়!

মেয়েদের বয়স বারার সাথে সাথে যে চাহিদা বেশি হয়!
স্ত্রীর স্তন চোষণ করা যাবে কি? স্বামীর জন্য হালাল না হারাম জানুন

মেয়েদের বয়স বারার সাথে সাথে যে চাহিদা বেশি হয়!

বীর্যপাত বন্ধ রেখে বেশী সময় যৌন মিলন করার সেরা পদ্ধতি

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *