28.4 C
New York
Thursday, August 11, 2022

মীরের ‘অশ্লীল’ নাচের ভিডিও নিয়ে ভক্তদের ক্ষোভ

ভারতের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘মীরাক্কেল’ খ্যাত উপস্থাপক-অভিনেতা-বাচিকশিল্পী মীর আফসার আলি।সম্প্রতি সময়ে আলোচনায় আসেন তিনি। ‘অশ্লীল’ অঙ্গভঙ্গিতে নেচে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। মঙ্গলবার (১৪ জুন) ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন মীর। যেখানে দেখা যায় হোটেল রুমের বিছানায় উঠে নাচছেন এই তারকা। প্যান্ট না পরেই কীভাবে ‘আইটেম ডান্স’ করা যায় তাই দেখাচ্ছিলেন তিনি। ওপরে শুধু পরা ছিল পাঞ্জাবি। আর সেটিও নায়িকাদের মতো ‘ব্যবহার’ করেছেন এই শিল্পী। অনেকে এটিকে ‘যৌন উত্তেজক’ নাচ বলেও মন্তব্য করছেন। শুটিংয়ের ফাঁকে একটি পাঁচ তারকা হোটেলে ভিডিওটি ধারণ করেন তিনি। ভিডিওর ক্যাপশনে মীর লেখেন, ‘মাঝেমাঝে আমাদেরও একটু মজা করতে ইচ্ছে করে। ’

পোস্ট করার পর মীরের ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। তবে এনিয়ে তার অনুরাগীদের একটা বড় অংশ বেশ বেজার ক্ষুব্ধ। এক ভক্ত কমেন্টের ঘরে লেখেন, ‘নিম্নমানের রসবোধ। এভাবে বাংলার শিল্পীরা বাংলার মানকে ছোট করবেন না। বাংলা সকলের তাই লিখতে বাধ্য হলাম। ’

আরেকজন লেখেন, ‘ছি! আপনার দীর্ঘদিনের একটা সংগ্রামী নেইম ফ্রেম। পুরোটা আজ এই বিছানার ওপর দিয়ে গেল। মঞ্চে দাঁড়িয়ে লম্বা লম্বা নীতি বাক্য জাস্ট ফানুস হয়ে গেল। ’

তবে সবই যে নেগেটিভ কমেন্ট তা নয়। কিছু কমেন্ট পজিটিভও এসেছে। সব মিলিয়ে মীরের ‘মজা’ কিন্তু বেশিরভাগ মানুষই গ্রহণ করেননি।

এই নাচ প্রিয় নায়িকাদের দেখেই শিখেছেন বলে দাবি মীরের। জানান, কেউ তার নাচকে খারাপ বললে বড্ড দুঃখ পাবেন ‘মীরাক্কেল’খ্যাত এই তারকা।

মেয়েদের বয়স বারার সাথে সাথে যে চাহিদা বেশি হয়!

মেয়েদের বয়স বারার সাথে সাথে যে চাহিদা বেশি হয়!
স্ত্রীর স্তন চোষণ করা যাবে কি? স্বামীর জন্য হালাল না হারাম জানুন

মেয়েদের বয়স বারার সাথে সাথে যে চাহিদা বেশি হয়!

বীর্যপাত বন্ধ রেখে বেশী সময় যৌন মিলন করার সেরা পদ্ধতি

Facebook Comments Box

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles