মিয়ানমারের নিয়মিত সেনাবাহিনীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। বর্ডার সিকিউরিটি ফোর্স এবং প্যারা মিলিটারি শক্তির সংখ্যা আরো তিন লাখ।
বিমানবাহিনীর যুদ্ধবিমান রয়েছে ২৪৯টি। ট্যাংক প্রায় ৬০০ এবং অন্যান্য যুদ্ধবাহনের সংখ্যা প্রায় দেড় হাজার।
অন্য দিকে নৌবাহিনীতে রয়েছে ১৫৫টি অত্যাধুনিক ও সুসজ্জিত যুদ্ধজাহাজ।
মিয়ানমারের অর্থনীতি বিদেশনির্ভর নয়। অন্য দিকে তাদের যে দুর্লভ বনজ ও খনিজসম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে। কমপক্ষে চার লাখ সদস্য নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় দ্বিতীয় বৃহৎ সক্রিয় মিয়ানমারের সেনাবাহিনী। তাদেরকে সক্রিয় রাখতে সরকারকে মোট বাজেটের প্রায় এক-চতুর্থাংশ বরাদ্দ রাখতে হয়।
মিয়ানমারের সেনাবাহিনীর হাতে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র। এর মধ্যে রয়েছে কমপক্ষে ৫৯৪টি অত্যাধুনিক ট্যাংক। মিয়ানমারের হাতে রয়েছে কমপক্ষে ১২০০ সাঁজোয়া সামরিক যান। স্বয়ংক্রিয় অস্ত্র রয়েছে ১৯২টি। টোউড সমরাস্ত্র রয়েছে ৩১ হাজার ৫৮২টি।