28.7 C
New York
Thursday, August 11, 2022

মাটিতে আছড়ে পড়া টর্নেডোর ভিডিও ভাইরাল (ভিডিও)

সামাজিক যোগাযোগের মাধ্যমে মাটিতে চলন্ত স্তম্ভের মতো এগিয়ে চলা টর্নেডো আছড়ে পড়ার ভিডিও ভাইরাল হয়।

রোমানিয়ার কালারাসি শহরের কাছে ধারণ করা হয়েছে টর্নোডোর সেই ভিডিও। রোমানিয়ার বুকে আছড়ে পড়া এই টর্নেডোর জেরে এরই মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানকার গ্রামীণ এলাকায়।

টর্নেডোর জেরে সেখানে ঝড়-বৃষ্টি চলবে বলে জানিয়েছে সেখানকার আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ ব্রায়ান লাডা জানিয়েছেন, মাটি থেকে ধুলো-বালি জুটিয়ে উপরে উঠেছে ঝড়-স্তম্ভটি। সে জন্যই নিচের দিকে স্তম্ভটি বেশি কালো ও উপরের দিকে কম লাগছে।

Facebook Comments Box

Related Articles

- Advertisement -

Latest Articles