• May 27, 2023
subah-5

ভোগ করার জন্যই ইলিয়াস আমাকে বিয়ে করেছিল: সুবাহ

বিয়ের সপ্তাহ না পেরুতেই ভাঙছে সংগীতশিল্পী ইলিয়াস ও মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার সংসার। গেল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) নিজেদের গায়ে হলুদের ছবি প্রকাশ করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন দুজনে। এরপর রাজধানীর বনানীতে বাসা ভাড়া নিয়ে নতুন সংসার শুরু করেন তারা। কিন্তু সংসার শুরুর পরই শুরু হয় নানা সমস্যা। আজ বুধবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কল রেকর্ড প্রকাশ করেন সুবাহ। যেখানে তিনি দাবি করেন, তার টাকা ও শরীর ভোগের জন্যই ইলিয়াস তাকে বিয়ে করেছিলেন।

এর আগের একটি স্ট্যাটাসে সুবাহ লেখেন, ‘প্রতিটা মেয়েই অনেক স্বপ্ন নিয়ে গায়ে হলুদ করে হাসিখুশিভাবে বিয়ে করে। সংসার করার জন্য বাচ্চা জন্ম দিয়ে মা হওয়ার জন্য। কিন্তু কিছু কিছু ছেলে আছে বিয়েটাকে খেলা হিসেবে নিয়ে মেয়েদের জীবন নষ্ট করে দেয়। সব মেয়ে হাসিমুখে গরিব স্বামীর সাথে সংসার করতে পারে। কম দামি কাপড় পড়ে লবণ দিয়ে ভাত খেয়েও অনেক মেয়ে সংসার করে কিন্তু যখন কোনো স্বামী বেইমানি করে মিথ্যা কথা বলে অন্য মেয়ের কাছে বউয়ের নামে মিথ্যা কথা বলে সম্পর্ক রাখে, যার চরিত্রের ঠিক থাকে না।

তার সাথে এটলিস্ট সংসার হয়না হবে ও না। যে নারী লোভী পুরুষ বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন মেয়েকে ফাঁসিয়ে বেড়ায়! তার সাথে ঘর করা সম্ভব নয়। বোকা ছিলাম অন্ধের মতো এবারও হয়তো ভালোবেসে বিশ্বাস করেছিলাম তাই বিয়ে করেছিলাম। একটাই ভুল আমার কেন বিয়ে করলাম জানিনা এ ভুলের খেসারত কি এখন মরে গিয়ে দিতে হবে, নাকি বেঁচে থেকেই দেওয়া সম্ভব? আমি অনেক মানসিক যন্ত্রণার মধ্যে আছি আর কোনো কিছু সহ্য করতে পারছি না আপনারাই বলুন আমার কি করা উচিত? আমার কি বিষ খেয়ে মরা উচিত নাকি সহ্য করে মেনে নিয়ে থাকা উচিত না কি করবো বলুন আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন।’

মেয়েদের বয়স বারার সাথে সাথে যে চাহিদা বেশি হয়!

মেয়েদের বয়স বারার সাথে সাথে যে চাহিদা বেশি হয়!
স্ত্রীর স্তন চোষণ করা যাবে কি? স্বামীর জন্য হালাল না হারাম জানুন

মেয়েদের বয়স বারার সাথে সাথে যে চাহিদা বেশি হয়!

বীর্যপাত বন্ধ রেখে বেশী সময় যৌন মিলন করার সেরা পদ্ধতি

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *