বিয়ের ৮ মাসের মাথায়- মা হলেন দর্শকপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী আমব্রিন। শনিবার (৪ আগস্ট) দিবাগত রাতে ফেসবুকে কন্যাসন্তানের ছবি শেয়ার করেছেন তিনি। গত ২৩ জুন কানাডার এক হাসপাতালে নবজাতকের জন্ম হয়।
কন্যার নাম তাহজিব আমায়া চৌধুরী রেখেছেন আমব্রিন। আমব্রিন বলেন, ‘আমি ও আমার মেয়ে ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
দেরিতে মা হওয়ার খবর কেন জানালেন, এ বিষয়ে জানতে চাইলে আমব্রিন বলেন, ‘খুব ব্যস্ত ছিলাম। একটু স্বাভাবিক হয়ে সবাইকে সুখবরটা দিলাম।’
শিক্ষার্থীদের সতর্ক করে এবার যা বললেন অনন্ত জলিল
গত বছরের ৪ নভেম্বর আমব্রিন বিয়ে করেন। তার বর কানাডাপ্রবাসী তৌসিফ আহসান চৌধুরী। কানাডার টরন্টোর একটি কোম্পানিতে চাকরি করছেন তিনি। কানাডায় পারিবারিকভাবে আমব্রিন ও তৌসিফের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর এখনো দেশে ফেরেননি আমব্রিন। কানাডায় সুন্দর সময় পার করছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘নতুন জীবন আমার কাছে সব সময় রঙিন লাগছে। খুব ভালো আছি এখানে।’
দুবাই সি বিচ! দেখুন
ব্যক্তিগত জীবন নিয়ে এখন ব্যস্ত আমব্রিন। আবারও মিডিয়ায় কাজ করবেন কি না জানতে চাইলে আমব্রিন বলেন, ‘অবশ্যই করব। বলতে পারেন, এখন একটু বিরতিতে আছি। উপস্থাপনা আমার ভালোবাসার জায়গা। এই জায়গা কখনো ছাড়তে পারব না।’