দেশে প্রতি বছর ২২ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে প্রায় ৭০ শতাংশ চিকিৎসা ছাড়াই মারা যাচ্ছেন। এ ছাড়া ক্যান্সার আক্রান্ত নারীদের মধ্যে স্তন ক্যান্সার দ্বিতীয় অবস্থানে বলে মন্তব্য করেছেন চিকিৎসরা।
বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউন্সে আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতাল এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে চিকিৎসকরা এসব কথা বলেন।
চিকিৎসকরা বলেন, স্তন ক্যান্সারে আক্রান্ত নারীদের অধিকাংশ (৮৯ শতাংশ) বিবাহিত। তাদের গড় বয়স ৪১। প্রাথমিক পর্যায়ে রোগটি নির্ণয় করতে পারলে ৯০ শতাংশ নিরাময় করা সম্ভব।
স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনা তৈরিতে রাষ্ট্রীয় নীতিমালা প্রয়োজন উল্লেখ করে চিকিৎসকরা আরো বলেন, স্তন ক্যান্সার বিষয়ে পরিবারের সদস্যদের মধ্যে লজ্জা, ভয় দূর করে সচেতন হতে হবে।
দুবাই সি বিচ! দেখুন
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইহেতাসামুল হক, অধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুল রহমান, সার্জারি বিভাগের প্রধান ডা. আব্দুস সালাম আরিফ, অবস অ্যান্ড গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সেহেরিন এফ সিদ্দিকা প্রমুখ।