
ধর্ম পাল্টে শাকিবের সঙ্গে বিয়ের গুঞ্জন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পূজার
চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা পূজা চেরির নাম জড়িয়ে গুঞ্জন চলছে কয়েক মাস ধরেই। তারা নাকি প্রেমের সম্পর্কে রয়েছেন। মঙ্গলবার সেই গুঞ্জনে নতুন মাত্রা পেয়েছে। একটি সূত্র মারফত দাবি করা হচ্ছে, ধর্ম পাল্টে গত ২২ সেপ্টেম্বর শাকিব খানকে বিয়ে করেছেন পূজা চেরি।
এই খবরে খুব ক্ষেপেছেন ‘পোড়ামন ২’ ছবির নায়িকা। তিনি দেশের প্রচলিত আইনে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার নিজের ফেসবুকে দেওয়া একটি পোস্টে এ কথা জানিয়েছেন পূজা।
অভিনেত্রী লিখেছেন, ‘ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সুঅভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে- এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাঁধা দেয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সবসময় কাজে মনোযোগী হয়েছি।’
‘কিন্তু কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই— যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক।’
‘কিন্তু আমাকে যারা ভালোবাসেন তাদের মনে কোনো নেতিবাচক ধারণার তৈরি হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। ব্যক্তিগতভাবেও এই বিষয়টি আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার।’
‘যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন! কোনো রকম সত্য-মিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি- দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো। কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।’
কিছুদিন আগে গুঞ্জন ওঠে, শাকিব খান আমেরিকা থেকে ফেরার পর তার বাসায় যান পূজা চেরি। সেখানে তাদের দুজনেকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান কিং খানের দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলী। দুই নায়িকার হাতাহাতি পর্যন্ত হয়। আরও গুঞ্জন, এই পূজার সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই নাকি বুবলী তড়িঘড়ি শাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা এবং ছেলে শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনেন।
তবে পূজা তার পোস্টে ইঙ্গিত দিলেন যে, শাকিব খানের সঙ্গে পেশাগত সম্পর্কের বাইরে আর কোনো সম্পর্ক নেই। এর আগে অপু বিশ্বাস ও শবনম বুবলীও তাদের বিয়ের কথা নানাভাবে এড়িয়ে গিয়েছিলেন। পূজাও তেমনটা করছেন না তো? উঠেছে প্রশ্ন। তবে পূজার দাবি, যে গুঞ্জন রটেছে তার কিছুই সত্য নয়।
- সহবাসের আগে কি খেলে সঙ্গম হবে সারা রাত
- মা-মেয়ে দুইজনের সঙ্গেই ‘একসঙ্গে ’ সম্পর্ক ছিল সৌরভের
- ছেলের বন্ধুর সাথে আমার দৈহিক সম্পর্ক, এখন কী করবো?
- ঠিক আগমুহূর্তে এই দুটি খাবার খান, বিছানায় তুফান তুলুন! খাবার গুলির নাম জানুন…
- প্রথা মেনে গ্রামের মেয়েদের ধর্ষণ করে এই ব্যক্তি
- মেয়েদের বয়স বারার সাথে সাথে যে চাহিদা বেশি হয়!
- মেয়েদের কাছে বিবাহিত পুরুষরা বেশি আকর্ষনীয় কেন?
- ভারতীয় মেয়েদের একাংশ নাবালিকা অবস্থাতেই সতীত্ব হারায়!
- যে পাঁচটি অঙ্গ বড় হলে মেয়েদের সৌভাগ্যবতী ভাবা হয় জানেন কি ?
- মেয়েদের টি-শার্টে আরও যা লিখতে বললেন তসলিমা
- যেসব খাবার খেলে গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়-সকল মেয়েদের জানা দরকার
- সমস্ত মেয়েদেরকে আহব্বান করছি প্লিজ বোন মাত্র ২ মিনিট ব্যয় করে লেখাটা পড়, আর সম্ভব হলে শেয়ার কর…
মেয়েদের বয়স বারার সাথে সাথে যে চাহিদা বেশি হয়!

মেয়েদের বয়স বারার সাথে সাথে যে চাহিদা বেশি হয়!
বীর্যপাত বন্ধ রেখে বেশী সময় যৌন মিলন করার সেরা পদ্ধতি