বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ধীরগতি, অবৈধ ইটভাটা ও গাছ কেটে ফেলায় দিনকে দিন ঢাকায় বড়ছে বায়ুদূষণ। ফলে রাধানীতে বসবাস করা কোটি মানুষ এখন স্বাস্থ্য ঝুঁকিতে। জানা যায়, নভেম্বর থেকে ফেব্রুয়ারি এ চার মাস ঢাকার বায়ুদূষণ বিপজ্জনক থাকে। সে হিসেবে ২৪ নভেম্বর দিনভর ঢাকা ছিল সবচেয়ে বেশি বায়ুদূষণের শহর। এ মাসে ঢাকা ৯ বার বায়ুদূষণে শীর্ষে ছিল। ঢাকা শহরের বাতাসে ক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্বস্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মাত্রার চেয়ে ১০ গুণ বেশি। এ দূষণের ৫৮ শতাংশ আসে ঢাকার আশপাশের ইটের ভাটা থেকে। রাজধানীর আশপাশে ইটের ভাটার সংখ্যা ১ হাজার ২০০। রাস্তা ও মাটির ধুলা এবং মোটরগাড়ির দূষণ মিলে ২৬ শতাংশ। পরিবেশ অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। বায়ুদূষণে রাজধানীর মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এরই সঙ্গে গাছপালাও ধূঁকছে।
সূত্র জানায়, দূষণের ৫৮ শতাংশ আসে ঢাকার আশপাশের ইটের ভাটা থেকে। ৫ বছরে ইটের ভাটা বেড়েছে ৫৯ শতাংশ। ২৬ নভেম্বর ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জে অবৈধ ভাটা ১৫ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই দিন এমন নির্দেশনা আসার সময়ও বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথমে ছিল ঢাকা শহর।

একরাতের জন্য বড় পুরুষাঙ্গই পছন্দ মেয়েদের!
স্পর্শকাতর ও গোপন অঙ্গগুলোর কালো দাগ দূর করার সহজ কিছু টিপস