টিবিটি রাজনীতিঃআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চান বিএনপির সমর্থন নিয়ে ২০১০ সালে চট্টগ্রামের মেয়র হওয়া এম. মনজুর আলম। এ লক্ষ্যে এরই মধ্যে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরমও কিনেছেন।
সাবেক মেয়র এম মনজুর আলম চট্টগ্রাম-৪ আসনে থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা নিয়ে লড়বেন। বর্তমান এমপি দিদারুল আলমের নাম রাখা হয়নি আওয়ামী লীগের মনোনয়ন খসড়া তালিকায়। এখানে রাখা হয়েছে সাবেক মেয়র এম মঞ্জুর আলমকে।
আওয়ামী লীগ ছেড়ে ২০১০ সালে বিএনপির মনোনয়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন মনজুর আলম। নির্বাচনে তার রাজনৈতিক গুরু মহানগর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন তিনি।
এরপর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে। ২০১৫ সালে আবারও বিএনপির মনোনয়নে মেয়র পদে প্রার্থী হন মঞ্জুর। ভোটের দিন কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। রাজনীতি থেকেও অবসরের ঘোষণা দেন।
দুবাই সি বিচ! দেখুন
এর কিছুদিন পর প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে একমঞ্চে ওঠেন। তখনই গুঞ্জন ওঠে আওয়ামী লীগে ফিরছেন মনজুর। গত ১০ নভেম্বর চট্টগ্রাম-১০ (পাহাড়তলী, হালিশহর ও খুলশী) আসন থেকে নৌকা পেতে আওয়ামী লীগের ফরম তোলেন তিনি।