ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের আষাড়িয়াচালা এলাকার তিন বাড়িতে সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেছে। (১ জুন) সোমবার ভোররাতে ৩ টি বসত ঘরের মেঝের মাটি খুঁড়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৪টি মূল্যবান মোবাইল সেট নিয়ে যায় চোরচক্র। ধলাপাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের শহিদুল ইসলামের বসতঘরের সিঁদ কেটে নগদ ৬০ হাজার টাকা ও ২টি স্মার্টফোন নিয়ে যায়।শহিদুল ইসলাম বলেন, রাত ১২ টা পর্যন্ত জেগে ছিলাম তারপর সবাই ঘুমিয়ে পড়ি। এরপরই এ ঘটনা ঘটে। ভোরে পরিবারের লোকজন ঘরের দরজা খুলে দেখে এই অবস্থা। তিনি প্রশাসনের নিকট এ চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান।
দুবাই সি বিচ! দেখুন
অন্যদিকে একই এলাকার আব্দুল হাই এবং রুবেল মিয়ার বসতঘরেও সিঁদ কেটে ৩টি স্মার্টফোন ও নগদ ৪৫ টাকা নিয়ে যায় চোরের দল। ভোর হওয়ার পর থেকেই এ চুরির ঘটনা দেখতে উৎসুক জনতার ভীড় দেখা যায় ওই বাড়িগুলোতে। এই চুরির ঘটনায় ধলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিঠু ভূইয়া বলেন, আমি বিষয়টি সকালে শুনেছি। প্রশাসনের সহযোগিতায় এই সিন্ডিকেটের মূলহুতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।