• May 28, 2023
খুব তাড়াতাড়ি গানের জগত থেকেও আত্মহত্যার খবর পাবেন: সোনু নিগম

খুব তাড়াতাড়ি গানের জগত থেকেও আত্মহত্যার খবর পাবেন: সোনু নিগম

নবীন তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকেই উত্তাল বলিউড। অভিযোগ উঠেছে, এই মৃত্যুর নেপথ্যে রয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষমতাধরদের প্রভাব এবং তাঁদের প্রভাবশালী তকমার জোর। আর এমন পরিস্থিতির মাঝেই এবার মিউজিক ইন্ডাস্ট্রির ভয়ানক দিকের কথা উল্লেখ করলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম।

শুক্রবার ইউটিউবে নিজের ব্লগ ‘সোনুলাইভডি’-তে একটি ভিডিও শেয়ার করে নিজের মনের কথা শেয়ার করেছেন সোনু। তিনি বলেছেন, ‘খুব শীঘ্রই এবার গানের জগত থেকে আত্মহত্যার খবর পাবেন আপনারা’। সোনুর বক্তব্য, গানের জগতেও যেভাবে নতুন গায়ক-গায়িকা-গান লেখক-মিউজিক শিল্পীদের পায়ের তলায় দমিয়ে রাখা হয় তা সত্যিই শোচনীয়। এখানেও বহু প্রভাবশালীরা প্রভাব খাটান একেবারে বলিউডের মতোই। আর সে কারণে অসংখ্য উঠতি সঙ্গীতশিল্পীদের ভবিষ্যৎ একেবারে শেষ হয়ে যাচ্ছে।

সোনুর কথায়, ‘অবাক লাগে, আমাকে এসে অনেক বাচ্চা বাচ্চা শিল্পীরা বলেন সোনু ভাইয়া এই চলছে, সোনু স্যার ওই চলছে। কী করব বুঝতে পারছি না। কাজের অভাব না, কাজ কেড়ে নেওয়া এবং নিজেদের পছন্দের লোকেদের দিয়ে কাজ করানোর ট্রেন্ড রয়েছে এই ইন্ডাস্ট্রিতেও। নতুনদের কথা কেউ ভাবেন না। পরিচালক-প্রযোজক-মিউজিক ডিরেক্টর রাজি হয়ে গেলেও মিউজিক কোম্পানিগুলো সরাসরি বলছে ইনি আমাদের লোক না।’
একইসঙ্গে সোনুর গলায় শোনা গিয়েছে সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যু এবং ভারত-চীন সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের কথাও। তিনি একজন ভারতীয় এবং সর্বোপরি মানুষ হিসেবে এই ঘটনায় শহীদদের মৃত্যু প্রসঙ্গে মর্মাহত। সুশান্তের মৃত্যুতেও গভীর শোকপ্রকাশ করেছেন গায়ক। তাঁর কথায় উঠে এসেছে, কীভাবে তাঁকে দিয়ে একটি গান গাওয়ানোর পর ফের সেই গান অরিজিৎ সিং-কে দিয়ে গাওয়ানো হয়েছিল সেকথা। প্রভাবশালীদের দাপটে তাঁকেও কী ভাবে হেনস্থা করা হয়েছে সেকথা শেয়ার করেছেন সোনু।

তিনি দীর্ঘদিন ধরে বলিউডে এক নম্বর গায়ক হয়ে থেকেছেন। তাঁর সময় শেষ হলেও, নতুনদের সঙ্গে ভালো ব্যবহার এবং সুযোগ করে দেওয়ার আর্জি জানিয়েছেন সোনু। নইলে এই ইন্ডাস্ট্রিতেও একের পর এক আত্মহত্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

Facebook Comments Box