• May 27, 2023
এখানে আমাদেরও অনেক সমর্থক আছে : বাবর

এখানে আমাদেরও অনেক সমর্থক আছে : বাবর

বাংলাদেশে এসেই বাবর আজম টের পাচ্ছেন এখানে তাদের দলের প্রতি মানুষের অনেক সমর্থন, অনেকের আগ্রহ। টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি তাই পাকিস্তানের অনেক সমর্থনও প্রত্যাশা করছেন তিনি। এই সমর্থন তাদের সহায়তা করবে বলে আশা বাবরের। 

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া পাকিস্তান দল বাংলাদেশে এসেছে গত ১৩ নভেম্বর। বাবর ও শোয়েব মালিক আসেন ১৬ তারিখ। এই কদিনে হোটেল থেকে মাঠে আসার সময় নাকি তারা টের পেয়েছেন পাকিস্তান দলের প্রতি এদেশের মানুষের আগ্রহের কথা,  ‘যখনই আমরা অনুশীলন করতে গিয়েছি, পুরো পথে লোক দাঁড়িয়ে থেকেছে, আমাদের চিয়ার আপ করেছে, হাত নাড়িয়েছে। আমার তাই মনে হয়, বাংলাদেশের পাশাপাশি আমাদেরও অনেক সমর্থক আছে এখানে। অনুশীলনের সময়ও সেখানে লোকে আমাদের দেখেছে, চিয়ার আপ করেছে।’

শুক্রবার (১৯ নভেম্বর)  মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এই ম্যাচ দিয়ে দীর্ঘ ৬১৮ দিন পর বাংলাদেশের গ্যালারিতে ফিরবে দর্শক। বাংলাদেশে এসে বাবরের মনে হচ্ছে শুধু স্বাগতিক দল নয়, তাদের সমর্থন করতেও অনেকে গ্যালারিতে আসবেন, ‘কোভিডের পর এখানে প্রথমবার দর্শক প্রবেশের অনুমতি মিলেছে, এটা দারুণ ব্যাপার। ক্রিকেটার হিসেবে, দল হিসেবে আমরা উপভোগ করব এবং বাংলাদেশে আমরা যখনই এসেছি, দর্শক সবসময় আমাদের চিয়ার আপ করেছে। শুধু নিজেদের দলই নয়, পাকিস্তান দলকেও ওরা সমর্থন করেছে বেশ। এটা আমাদের বেশ ভালো লাগে এবং সহায়তাও করে।’

২০ নভেম্বর একই ভেন্যুতে হবে দ্বিতীয়, ২২ নভেম্বর শেষ ম্যাচ। এরপর ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে প্রথম ও ৪ ডিসেম্বর থেকে ঢাকায় দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান।

ডেইলি স্টার

মেয়েদের বয়স বারার সাথে সাথে যে চাহিদা বেশি হয়!

মেয়েদের বয়স বারার সাথে সাথে যে চাহিদা বেশি হয়!
স্ত্রীর স্তন চোষণ করা যাবে কি? স্বামীর জন্য হালাল না হারাম জানুন

মেয়েদের বয়স বারার সাথে সাথে যে চাহিদা বেশি হয়!

বীর্যপাত বন্ধ রেখে বেশী সময় যৌন মিলন করার সেরা পদ্ধতি

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *