15.3 C
New York
Tuesday, October 26, 2021

আমেরিকা থেকে ফিরেই শাকিবের সিনেমায় ষড়যন্ত্র মিশার!

শিরোনাম শুনে চমকে যাওয়ার কারণ নেই। ঢাকাই সিনেমার খল অভিনেতা মিশা সওদাগর যুক্তরাষ্ট্র থেকে ফিরেই শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় ষড়যন্ত্র শুরু করেছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে ফিরেই বুধবার থেকে শাকিবের সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন মিশা সওদাগর। এদিন সকাল থেকেই এফডিসির ১ নম্বর ফ্লোরে সাজানো হয়েছে সেট। কল টাইম অনুযায়ী দুপুরের আগেই সেটে হাজির হন মিশা। দৃশ্যের পেছনের গল্প ছিল এমন- মিশার ভাই এক ব্যক্তিকে খুন করে। তবে ষড়যন্ত্রের মাধ্যমে খুনের দায় অন্য এক নিরীহ ব্যক্তির ওপর চাপিয়ে দেন মিশা। এমন ঘটনার প্রেক্ষিতে চলে সংলাপ বিনিময়।

এদিকে বিকেলে দ্বিতীয় শিফটের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান। তার সঙ্গে মিশারও বেশ কিছু দৃশ্য রয়েছে। মিশা বলেন, ‘বেশ ভালো গল্পের একটি সিনেমা। পরিচালক আমার বিকল্প না পাওয়ার কারণে তার অনুরোধে সিনেমাটি করতে আসতে হয়েছে। সিনেমাকে ভালোবাসি বলে একটি ভালো সিনেমার সঙ্গে থাকতে চাই বলেই আমেরিকায় গিয়ে সাথে সাথেই আবার ফিরে এসেছি।’

অন্যদিকে নির্মাতা তপু খান বলেন, ‘আসলে শুটিং বেশিরভাগই শেষ। কেবল ভিলেনের অংশটা বাকি ছিল। এই শুটিংটা হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। কিন্তু করোনার ভ্যাকসিনের জন্য মিশা ভাই আমেরিকায় গিয়েছিলেন। এ কারণে তখন শুটিংটা করা হয়নি। এখন তিনি ভ্যাকসিন নিয়ে দেশে দ্রুত এসেছেন মূলত আমাদের সিনেমাটির কাজ শেষ করার জন্যই।’

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় শাকিবের বিপরীতে আছেন বুবলী। এছাড়াও অভিনয় করেছেন ফাখরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসির প্রমুখ। প্রসঙ্গত, সর্বশেষ ‘বীর’ সিনেমায় শাকিব-মিশাকে একসঙ্গে দেখা গিয়েছিল। নতুন করে আবারও জনপ্রিয় এ নায়ক-ভিলেনকে পর্দায় লড়তে দেখা যাবে

বীর্যপাত বন্ধ রেখে বেশী সময় যৌন মিলন করার সেরা পদ্ধতি

Facebook Comments Box

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

Facebook Comments Box