• May 28, 2023
আমার সাক্ষাৎকারে ‘ভয়’ পেয়ে গেছে রাশিয়া, বললেন জেলেনস্কি

আমার সাক্ষাৎকারে ‘ভয়’ পেয়ে গেছে রাশিয়া, বললেন জেলেনস্কি

রুশ সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দেওয়ায় রাশিয়া ভয় গেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সম্প্রতি রুশ সাংবাদিকদেরকে এক সাক্ষাৎকার দেন তিনি। সেটি রাশিয়ায় ইতোমধ্যে প্রচারও হয়েছে। তবে সেই সাক্ষাৎকার পুনঃপ্রচারে সেন্সরশিপ তথা নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে- এমন অভিযোগের প্রতিক্রিয়ায় রবিবার নিজের সর্বশেষ ভিডিও বক্তব্যে এই মন্তব্য করেন জেলেনস্কি।

তিনি বলেন, “আমাদের শক্তিশালী দেশের শক্তিশালী মানুষ, আজ সেই দিন যখন আমি বারবার নিশ্চিত হচ্ছি যে আমরা রাশিয়ান ফেডারেশন থেকে কতটা দূরে।”
জেলেনস্কি বলেন, “একটু কল্পনা করুন, রাশিয়ান সাংবাদিকদের সাথে আমার সাক্ষাৎকারের কারণে তারা মস্কোতে এখন ভীতসন্ত্রস্ত, বিশেষ করে তাদের মধ্যে যারা সত্য বলতে পারেন।”

রাশিয়ার মিডিয়া ওয়াচডগ, রোসকোমনাদজোর, রবিবার একটি বিবৃতি জারি করে রাশিয়ান নিউজ আউটলেটগুলোকে জেলেনস্কির ওই সাক্ষাৎকারটি পুনঃপ্রচারে বিরুদ্ধে সতর্ক করে দেয়।

জেলেনস্কি বলেন, “তারা তাদের নিজেদের বাকস্বাধীনতা ধ্বংস করেছে (এবং) প্রতিবেশী রাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা নিজেদেরকে বৈশ্বিক খেলোয়াড় হিসেবে তুলে ধরেছে। অথচ তারা নিজেরাই মাত্র কয়েকজন সাংবাদিকের সাথে ছোট্ট একটি কথোপকথনকেও ভয় পায়।”

“আচ্ছা, যদি এমন প্রতিক্রিয়াই হয়, তার মানে আমরা সবকিছু ঠিকঠাকভাবে করছি। অর্থাৎ তারা নার্ভাস (চাপে রয়েছে),” বলেন জেলেনস্কি।

উল্লেখ্য, ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে সোমবার ৩৩তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। বিগত ৩২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: সিএনএন

মেয়েদের বয়স বারার সাথে সাথে যে চাহিদা বেশি হয়!

মেয়েদের বয়স বারার সাথে সাথে যে চাহিদা বেশি হয়!
স্ত্রীর স্তন চোষণ করা যাবে কি? স্বামীর জন্য হালাল না হারাম জানুন

মেয়েদের বয়স বারার সাথে সাথে যে চাহিদা বেশি হয়!

বীর্যপাত বন্ধ রেখে বেশী সময় যৌন মিলন করার সেরা পদ্ধতি

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *