28.7 C
New York
Thursday, August 11, 2022

অনন্ত জলিলের ৫০০ অসচ্ছল ভক্ত পাবে ১০ লাখ টাকা (ভিডিও)

বাংলাদেশের সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল তার অসচ্ছল ৫০০ জন ভক্তকে ১০ লাখ টাকা দেবেন। আগামী ২০ মে নিজের যাকাত ফান্ড থেকে এই অর্থ প্রদান করবেন। আজ রোববার (১৭ মে) এক ভিডিও বার্তায় এমন তথ্য জানিয়েছেন এই অভিনেতা নিজেই। জলিল বলেন, ‘আমার ফ্যানদের জন্য সুখবর। আমার যাকাত ফান্ড থেকে ১০ লাখ টাকা দেওয়া হবে ৫০০ জন অসচ্ছল ভক্তকে। তাই যারা অসচ্ছল তারাই শুধু আবেদন করবেন।’ এছাড়া অনন্ত এবং বর্ষা গ্রুপে যুক্ত হয়ে হয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে অসচ্ছল ভক্তদের অনুরোধ করছেন এই অভিনেতা।

ভারতীয় মেয়েদের একাংশ নাবালিকা অবস্থাতেই সতীত্ব হারায়!
আমার চোখ আটকে গিয়েছে তার ভরন্ত বুকে-চোখে চোখ রেখে মৃদু হেসেই চাপা গলায় বৌদি বলে উঠল, ‘অসভ্য’!

আমার চোখ আটকে গিয়েছে তার ভরন্ত বুকে-চোখে চোখ রেখে মৃদু হেসেই চাপা গলায় বৌদি বলে উঠল, ‘অসভ্য’!

Facebook Comments Box

Related Articles

- Advertisement -

Latest Articles